চট্টগ্রামের পতেঙ্গায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের মিথ্যা অভিযোগ এনে পুলিশের ছয় সদস্যসহ নয়জনের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে চট্টগ্রাম সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি করেন।
মামলায় অভিযুক্ত নুরুল আবছার পতেঙ্গা এলাকার মৃত বদিউল আলমের সন্তান। পুলিশের অভিযোগ, আবছার একজন মাদকের কারবারি।
জানা গেছে, ২০১৯ সালে অভিযুক্ত নুরুল আবছার পতেঙ্গা থানার তৎকালীন ওসি আবুল কাশেম ভূঁইয়াসহ পুলিশের ছয় সদস্য এবং এলাকার তিন ব্যক্তির বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগ করেন। পরে আদালতের নির্দেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) ওই অভিযোগ তদন্ত করে। কিন্তু তদন্তে নুরুল আবছারের অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়। পরে আদালত পুলিশের বিরুদ্ধে আনিত অভিযোগ খারিজ করে দেন।
পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দায়ের করায় দুদক স্বপ্রণোদিত হয়ে সোমবার বাদী নুরুল আবছারের বিরুদ্ধেই মামলা দায়ের করে।