ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলার রায়ের সার্টিফায়েড কপি জালিয়াতি করে জামিন আবেদন করায় চার জনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ-সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে আজ রোববার (২০ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালত যাদের বিরুদ্ধে মামলা করতে বলেছেন তারা হলেন- এক আসামি, দুই কারা কনস্টেবল ও এক তদবিরকারক। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এই মামলা করার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে, কোনো আইনজীবী এ ঘটনার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা নির্দেশ দিয়েছেন আদালত।
হাইকোর্টে উপস্থাপিত জামিন আবেদনের নথিতে উল্লেখ করা হয়, আসামি কবির বিশ্বাসের সাজা হয়েছে সাত বছর। অথচ এই মামলায় একমাত্র সাজা যাবজ্জীবন। এতে আদালতের সন্দেহ হয়। শুনানি শেষে আসামি কবির বিশ্বাস, কারা কনস্টেবল বিশ্বজিত ও খাইরুল এবং তদবিরকারক চান্দালির বিরুদ্ধে জালিয়াতির মামলার নির্দেশ দেন হাইকোর্ট।