সুপ্রীম কোর্টের আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের জন্য দু’দিনব্যাপী (২৩-২৪ সেপ্টেম্বর, বুধবার-বৃহস্পতিবার) ফ্রি স্পেশালাইজড হেলথ ক্যাম্প উদ্বোধন করেছেন সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সুপ্রীম কোর্ট অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শামসুদ্দিন বাবুলের তত্ত্বাবধায়নে তিনটি স্বেচ্ছাসেবী সংগঠন, ইনজিনিয়াস হেলথ কেয়ার (Ingenious Health Care), সৌহার্দ্য ফাইন্ডেশন ও ট্রাই ফাউন্ডেশন-এর সহযোগিতায় সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি দু’দিনব্যাপী এই ক্যাম্প আয়োজন করেছে।
দেশের প্রখ্যাত বক্ষব্যাধী বিশেষজ্ঞ প্রফেসর ডা: রাশিদুল হাসানের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই ক্যাম্প পরিচালনা করবেন।
স্পেশালাইজড হেলথ ক্যাম্পে শুধুমাত্র ব্যবস্থাপত্র নয়, অস্থায়ী ল্যাব স্থাপন করে তাৎক্ষণিকভাবে বিনামূল্যে ইসিজি, এক্সরে, সিবিসি ব্লাড টেস্ট, ডায়াবেটিস টেস্টসহ বিভিন্ন টেস্ট করা যাবে।