আইন কর্মকর্তা নিয়োগ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের “নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্ট্ররাল প্রোগ্রাম (৪র্থ পর্ব)’ -এর আওতায় প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে-

পদের নাম: আইন কর্মকর্তা

প্রতিষ্ঠানের নাম: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

খালি পদের সংখ্যা: ০২টি

শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা

  • কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণীতে স্নাতক পাশ হতে হবে
  • বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হতে হবে
  • সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে

বেতন: গ্রেড-৯, স্কেল: ২২০০০-৫৩০৫০/-, সাকুল্য বেতন: ৩৫,৬০০/-

আবেদনের নিয়ম ও ঠিকানা

  • নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mowca.gov.bd) পাওয়া যাবে। আবেদনকারীকে ওয়েবসাইটে থেকে আবেদনপত্রের ছক A4 সাইজ কাগজে প্রিন্ট করে খালিঘরগুলো স্বহস্তে/টাইপ করে পূরণ করতে হবে
  • আগ্রহী প্রার্থীকে আগামী ১৫ অক্টোবর, ২০২০ বিকাল ৫ টার মধ্যে আবেদনপত্র উপ-সচিব, উন্নয়ন-২ শাখা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, পরিবহণ পুল ভবন (কক্ষ নং- ৮১১), সচিবালয় লিংক রোড, ঢাকা-১০০০ -এর ঠিকানায় ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে।
  • সরাসরি কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।