নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে না আসলে গোপন থেকে যেত বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এ সময় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেয়া হয়েছে কি না তা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর কাছে জানতে চেয়েছেন আদালত।
আজ সোমবার (৫ অক্টোবর) সকালে নির্যাতনের বিষয়টি আইনজীবী আব্দুল্লাহ আল মামুন হাইকোর্টের নজরে আনলে এ মন্তব্য করেন বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীম।
হাইকোর্ট জানান, দুপুরে বিটিআরসির রিপোর্ট দাখিলের পর এ বিষয়ে আদেশ দেয়া হবে। ফেসবুকে না আসলে এই ঘটনা গোপনই থেকে যেত বলেও মন্তব্য করেন হাইকোর্ট।
এসময় জঘন্য ঘটনার দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে আদালতকে অনুরোধ করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি এএম আমিন উদ্দিন।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে ওই নারীর বাড়িতে আসে স্থানীয় দেলওয়ার বাহিনীর ৭-৮ জন সদস্য। কিছু বুঝে ওঠার আগেই ঘরে ঢুকে তাকে বিবস্ত্র করে নির্যাতন চালায় তারা। সম্প্রতি নির্যাতনের ভিডিওটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।