আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার।
আজ বুধবার (৭ অক্টোবর) সকালে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘যেহেতু জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে ধর্ষণের শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার, সেহেতু এটা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। কারণ, আইন মানুষের জন্য।’
প্রসঙ্গত, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন এবং সারা দেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন বেড়ে যাওয়ার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় কয়েক দিন ধরে বিক্ষোভ করছে বিভিন্ন সংগঠন। তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে সরকারের কাছে দাবি জানাচ্ছে।