দেশের দীর্ঘমেয়াদি অ্যাটর্নি জেনারেল প্রয়াত মাহবুবে আলমের অসমাপ্ত কাজ সম্পন্ন করার অভিব্যক্তি প্রকাশ করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন বলেন, ‘সেভাবে আসলে প্রতিক্রিয়া জানানোর কিছু নেই। তবে সরকার যে আমার ওপর আস্থা রেখেছেন, আমি চেষ্টা করবো তার উত্তম প্রতিদান দেয়ার।’
তিনি আরও বলেন, ‘এছাড়া প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম স্যার যেভাবে কাজ করে গেছেন, সে আলোকে তার অসমাপ্ত কাজগুলো শেষ করার চেষ্টা করবো। এজন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাই।’
এর আগে, গত ৮ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিনকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ১৫তম অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মৃত্যুবরণ করেন। এরপর এই পদে নিয়োগ পেলেন আমিন উদ্দিন।