দেশের দীর্ঘমেয়াদি অ্যাটর্নি জেনারেল প্রয়াত মাহবুবে আলমের মৃত্যুর পর নতুন অ্যাটর্নি জেনারেল কে হবেন, তা নিয়ে আইনাঙ্গনের জল্পনা-কল্পনার ইতি ঘটেছে গত সপ্তাহে। গত বৃহস্পতিবার নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।
আজ রোববার (১১ অক্টোবর) থেকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব শুরু হল অ্যাডভোকেট আমিন উদ্দিনের। অর্থাৎ অ্যাটর্নি জেনারেল হিসেবে আজ তাঁর প্রথম দিন।
সদালাপী ও মিষ্টভাষী এই আইনজীবী অ্যাটর্নি জেনারেল নিয়োগ পাওয়ায় সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া যোগ্য উত্তরসূরি পেয়েছে অ্যাটর্নি অফিস। তাঁর নিয়োগের সংবাদ প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে তাঁকে অভিনন্দন আর শুভেচ্ছা বন্যায় ভাসিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। শুভ কামনা জানিয়ে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবেও তাঁর সাফল্য কামনা করেছেন আদালত সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ১৫তম অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মৃত্যুবরণ করেন। এরপর এই পদে গত ৮ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এএম আমিন উদ্দিনকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন।