করোনা সংকট বিবেচনায় নিয়ে লিখিত পরীক্ষা থেকে অব্যাহতি দিয়ে শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির দাবি জানিয়েছেন ২০১৭ ও ২০২০ সালের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীরা।
এ দাবির ১০০তম দিন উপলক্ষে গতকাল সোমবার (১২ অক্টোবর) থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে ৩ দিনের অনশন ও মহাসমাবেশ কর্মসূচি পালন করছেন তাঁরা।
মহাসমাবেশে শিক্ষানবিশ আইনজীবীরা বলেন, প্রায় চার বছর অতিবাহিত হলেও বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। ৯০ হাজার পরীক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৮৭৮ জন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। করোনার এই সংকট–মুহূর্তে আসন্ন লিখিত পরীক্ষা থেকে তাঁদের অব্যাহতি দিয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে তালিকাভুক্তির অনুরোধ জানানো হয়।
এই দাবিতে গত ৯ জুন থেকে সারা দেশে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষানবিশ আইনজীবীরা। এই দাবির পক্ষে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলও দাবির প্রতি সমর্থন জানিয়েছেন বলে জানান তাঁরা।