ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম দেওয়ান (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার (০৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় তিনি নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ঢাকা আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক এইচ এম মাসুম তাঁর মৃত্যুর সংবাদ ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে নিশ্চিত করেছেন।
অ্যাডভোকেট মাসুম জানান, জ্যেষ্ঠ আইনজীবী আব্দুস সালাম দেওয়ান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সকাল সাড়ে ৬টার দিকে মারা যান। তার জানাজা মঙ্গলবার বাদ জোহর ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এদিকে বারের সিনিয়র এই সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ ঢাকার নিম্ন আদালতের সকল বিচারিক কার্যক্রম দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখা হয়।
উল্লেখ্য, আইনজীবী আব্দুস সালাম দেওয়ান ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ। ১৯৮৭ সালে তিনি ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন এবং ২০১৯-২০ সেশনে ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।