সনদপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের জমির নামজারি ১০ (দশ) কার্যদিবসে সম্পন্ন করতে পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বীর মুক্তিযোদ্ধাদের থেকে পাওয়া নামজারির আবেদনপত্রগুলো পৃথক একটি রেজিস্টারে এন্ট্রি করার কথা বলা হয়েছে।
এছাড়া, প্রযোজ্য ক্ষেত্রে সহকারী কমিশনার (ভূমি) স্বয়ং সরেজমিন তদন্ত করবেন বলে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বীর মুক্তিযোদ্ধাদের জন্য নামজারির রেজিস্টার’ নাম হবে সেই পৃথক রেজিস্টারের।
তিন কার্যদিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে চতুর্থ কার্যদিবসে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক সংশ্লিষ্টদের শুনানির জন্য নোটিশ দেওয়ার কথা বলা হয়েছে পরিপত্রে।
পরিপত্রে আরও বলা হয়েছে, এর পরবর্তী ছয় কার্যদিবসের মধ্যে যথাযথ শুনানি শেষে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক মামলাটি নিষ্পত্তি করতে হবে।
উল্লেখ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বিষয়ে ফোকাল পয়েন্ট নিয়োজিত থাকবেন এবং তিনি সেবাদানের বিষয়টি নিবিড়ভাবে তত্ত্বাবধান করবেন। এবং পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভূমি মন্ত্রণালয় এবং ভূমি সংস্কার বোর্ডে প্রতিবেদন প্রেরণ করবেন বলে পরিপত্রে বলা হয়েছে।