দুই বছর আগে মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে নির্বাচনের ব্যবস্থা করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির দুই সহ-সভাপতি পদত্যাগ করেছেন।
নির্বাচনের দাবিতে সাধারণ আইনজীবীদের প্রতিবাদ সমাবেশে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পদত্যাগের ঘোষণা দেন তারা।
এদিন মেয়াদোত্তীর্ণ গাইবান্ধা জেলা বারের নির্বাচনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে জেলা বারের সামনে প্রতিবাদ সমাবেশ করে আইনজীবীরা।
সমাবেশে মো: সিদ্দিক হোসেন সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মো: সুলতান আলী মন্ডল, শ্রী নিরঞ্জন কুমার ঘোষ, মো: সিরাজুল ইসলাম বাবু, মো: সারোয়ার হোসেন বাবুল, এস.এম মাজহারুল ইসলাম সোহেল, মো: শাহনেওয়াজ খান, মো: আশরাফ আলী, মো: মুরাদুজ্জামান রব্বানী, মো: রফিকুল ইসলাম, মো: মোস্তাফিজুর রহমান প্রমুখ
সাধারণ আইনজীবী পরিষদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গঠনতন্ত্র মোতাবেক নির্বাচিত নির্বাহী কমিটির মেয়াদ দু’বছর পার হয়ে চার বছর পরেও নির্বাচন দেয়া হচ্ছেনা। বলতে গেলে গায়ের জোরেই ক্ষমতা দখল করে রেখেছে বর্তমান নেতৃত্ব।
অবিলম্বে জেলা বারের সকল আয় ব্যয়ের হিসাব প্রকাশ, গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, আইনজীবী সুপার মার্কেটের অধিগ্রহণ বাবদ প্রাপ্ত অর্থ সমূহ আইনজীবীদের কল্যাণে সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন প্রতিবাদকারীরা।
এছাড়া বর্তমান কমিটির বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে ইতোমধ্যে ওই কমিটি থেকে সিনিয়র সহ-সভাপতি নিরঞ্জন কুমার ঘোষ, সহ সভাপতি সুলতান আলী মন্ডল পদত্যাগ করেন।