শীতকালে করোনা পরিস্থিতি বাড়তে পারে উল্লেখ করে বিচারকদের সতর্ক থাকতে বলেছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার। এ সময় ‘বিচারকদের প্রয়োজনে সবসময় আমরা প্রস্তুত রয়েছি’ বলেও মন্তব্য করেন তিনি।
আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে অনলাইনে বিচারকদের তৃতীয় ই-প্রকিউরমেন্ট বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মো. গোলাম সারওয়ার বলেন, ‘সবক্ষেত্রে ডিজিটালাইেশনের জন্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে। রাষ্ট্র পরিচালিত হয় জনগণের টাকায়। সেই টাকার সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব।
তিনি বলেন, বিচারকদের ই-প্রকিউরমেন্ট বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। আজকের এই কোর্স দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করি।
সচিব আরও বলেন, করোনা পরিস্থিতি শীতকালে আরো বাড়তে পারে, তাই বিচারকদের সবাই সতর্ক থাকবেন। বিচারকদের প্রয়োজনে সবসময় আমরা প্রস্তুত রয়েছি।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।