মাদক মামলায় দোষীসাব্যস্ত হওয়ায় এক ব্যক্তিকে ২ বছর ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে ফেনীর একটি আদালত। পাশাপাশি আসামিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন বিচারক।
আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. জাহাঙ্গীর আলম (২৩)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ড পুরাতন কল্যাণপাড়া সাকিনের মো. ফরিদ আলমের পুত্র। রায় ঘোষণাকালে আসামী পলাতক ছিল।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এ.পি.পি নিমাই লাল সূত্রধর।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সালাহ উদ্দিন ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
আদালতসূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১১ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর স্টার লাইন পেট্রোল পাম্পের উত্তর পাশে ইমাম মার্কেটের সামনে আসামিকে গ্রেফতার করে ফেনী জেলা গোয়েন্দা শাখা। এ সময় আসামী মো. জাহাঙ্গীর আলম এর হাতে থাকা একটি কালো রংয়ের স্কুল ব্যাগ থেকে ০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে এ ঘটনায় এস.আই দূর্লভ চন্দ্র দাস বাদী হয়ে আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় একই বছরের ১২ ডিসেম্বর এস.আই মোহাম্মদ শাহীন মিয়া অভিযোগপত্র দাখিল করেন। এরপর দীর্ঘ শুনানী শেষে ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা আদালত রায় ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০১৮ সালে ১৪ জানুয়ারি আসামী এই মামলায় জামিন নিয়ে পলাতক রয়েছেন। আসামী কোন সাক্ষীকে জেরা করেনি।