নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট (এনআই অ্যাক্ট) -এর ১৩৮ ধারার আইনগত দিকসমূহ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সমিতি সূত্রে থেকে এ তথ্য জানা গেছে।
সমিতির তথ্য অনুযায়ী, আগামী সোমবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি জাফর আহমেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এছাড়া প্রশিক্ষণ কর্মশালাটি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অফিসিয়াল ফেসবুক আইডি ও পেইজ থেকে সরাসরি সম্প্রচারিত হবে।