‘আজকে আমার প্রয়াত সিনিয়র বাংলাদেশের সাবেক এটর্নী জেনারেল জনাব মাহবুবে আলম সাহেবের জন্মদিন। গত বছর এই দিনে আমরা তার জুনিয়রেরা সবাই জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার অফিসে যাই, কিন্তু এই বছর স্যার আমাদের মাঝে নেই।
জনাব মাহবুবে আলম শুধু একজন দীক্ষা গুরুই ছিলেন না, ছিলেন একজন পথ প্রদর্শকও। উনার সাথে কাজ করার সময় আমি উনার মানবিকতা দেখেছি, দেখেছি মানুষের জন্য তার ভালোবাসা।
আইনজীবী হিসেবে তার মেধা ও মননের পাশাপাশি ছিল অপরিসীম ধৈর্য্য, আর আইনের খুঁটিনাটি বিশ্লেষনের ক্ষমতা। তিনি ছিলেন কর্মের প্রতি নিষ্ঠাবান ও সৎ।
আমার জীবনে আইনজীবী হিসেবে আজকের পর্যায়ে আসতে উনার ভূমিকা ছিল অপরিসীম। উনি আমাকে অকৃত্রিম স্নেহে নিজ হাতে শিখিয়েছেন।
স্যার আজ আর আমাদের মাঝে নেই। তার মৃত্যু আমাদের আইন অঙ্গনে এক বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে। জানিনা এটা পুরন হতে কতদিন লাগবে।
দোয়া করি আল্লাহ পাক উনাকে বেহেস্তে স্থান দান করুন।’
(বর্তমান অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী এম আমিন উদ্দিন এর ফেইসবুক আইডি থেকে সংগ্রহ।)