গাইবান্ধার একটি আদালত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জমি আত্মসাতের জন্য আনীত একটি মিথ্যা মামলায় বিশহাজার টাকা খরচাসহ খারিজের আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সুন্দরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো: জুনাইদ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা গ্রামের কান্ডু মিয়া যোগেশ্বর ও জ্যোতিস্বর চৌধুরীর জমি পত্তনসূত্রে দাবী করে সরকারের বিরুদ্ধে সুন্দরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে একটি যোগসাজশী মামলা করে। অথচ ঐ সম্পত্তি যোগেশ্বর ও জ্যোতিশ্বর এর নামের দুজন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের।
পরে মামলার কথা জানতে পেরে যোগেশ্বর ও জ্যোতিশ্বর এর ওয়ারিশরা মামলায় পক্ষ হয়ে জবাব দেয়। তাতে দেখা যায় তাদের ওয়ারিশদের একটি অংশ পাবনার বেড়া উপজেলায় বসবাসের সুযোগে তাদের বসতভিটা সহ পুরো সম্পত্তি কান্ডু মিয়া দখল করে নিয়েছে।
কান্ডু মিয়া পত্তনসূত্রে জমি দাবী করলেও কোনো বৈধ কাগজ আদালতে দাখিল করতে না পারায় এবং এবং মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত উপরোক্ত আদেশ দেন।