ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) দেবাশীষ ভট্টাচার্যের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর রুনা নাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (২৩ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্যের দাখিল করা পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এটি তার পদত্যাগের তারিখ থেকে কার্যকর হবে।
এর আগে গত ২১ জানুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে দেবাশীষ ভট্টাচার্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২১ জুলাই দেবাশীষ ভট্টাচার্যসহ ৭০ জনকে ডেপুটি অ্যাটর্নি পদে নিয়োগ দিয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে বিজ্ঞপ্তি জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ। ওই ৭০ জনের মধ্যে দেবাশীষ ভট্টাচার্যও ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছিলেন।
সুত্র : বাংলা ট্রিবিউন