শুরু হলো চলতি একাদশ সংসদের দ্বাদশ অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা ১১টায় সংসদের এই বৈঠক বসে। করোনাকালের অন্য অধিবেশনগগুলোর মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন চলছে। এক্ষেত্রে করোনা নেগেটিভ সংসদ সদস্যরাই কেবল অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন। করোনাকালের এ অধিবেশন তিন দিন চলবে।
সংসদের বৈঠক শুরুর পরপরই স্পিকার চলতি অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলি মনোনয়ন দেন। এবার সভাপতিমণ্ডলির সদস্য মনোনীত হয়েছে-আব্দুল কুদ্দুস, মৃণাল কান্তি দাশ, নজরুল ইসলাম বাবু, মুজিবুল হক চুন্নু এবং শাহাদারা মান্নান। স্পিকার- ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন।
সভাপতিমণ্ডলীর মনোনয়নের পর স্পিকার কুয়েতের আদালতে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দণ্ডিত লক্ষ্মীপুরের এমপি শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল হওয়ার বিষয়টি স্পিকার সংসদকে অবহিত করেন। সংসদ অধিবেশনে বিষয়টি জানানোর বাধ্যবাধকতা রয়েছে। গত ২২ ফেব্রুয়ারি পাপুলের সদস্য পদ বাতিল করে সংসদ।
এরপর সংসদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন সংসদে উত্থাপন করা হয়। পরে সংসদে স্পিকার শোকপ্রস্তাব তোলেন।
গত ১৫ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার এ অধিবেশন আহ্বান করেন। এর আগে গত ২ ফেব্রুয়ারি শেষ হয় সংসদের একাদশ অধিবেশন।
সংবিধানের বিধান মতে সংসদের দুইটি অধিবেশনের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি থাকার সুযোগ নেই। যে কারণে এ অধিবেশন ডাকতে হয়েছে।
সূত্র : বাংলা ট্রিবিউন