সাম্প্রতিক সময়ে দেশজুড়ে করোনা পরিস্থিতিতে দেশের আদালত কীভাবে চলতে পারে সে প্রসঙ্গে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন ভার্চুয়াল কোর্টের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, যেহেতু যানবাহনের ওপরও নিষেধাজ্ঞা আছে, তাই সকল কারণ বিবেচনা করে ভার্চুয়ালি কোর্টের ব্যবস্থা করলে সবাই উপকৃত হবে।’
রবিবার (৪ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এএম আমিন উদ্দিন বলেন, ‘আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে নয়, বারের একজন সদস্য হিসেবে বলছি— এই সময়টা যেহেতু লকডাউনের সময়, যেহেতু যানবাহনের ওপরও নিষেধাজ্ঞা আছে, সেসব কারণ বিবেচনা করে ভার্চুয়ালি কোর্টের ব্যবস্থা করলে সবাই উপকৃত হবেন।’
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ স্মারক গ্রন্থ ‘ইতিহাসের মহানায়ক’ এর মোড়ক উন্মোচন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন— সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, সহসম্পাদক ব্যারিস্টার ইমতিয়াজ, সদস্য হুমায়ুন কবির, মোহাম্মদ মশিউর রহমানসহ আইনজীবী নেতারা।