করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আগামী ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সীমিত পরিসরে পরিচালিত হবে।
সোমবার ৪ এপ্রিল রাতে বাংলাদেশের প্রধান বিচারপতির আদেশক্রমে এই সংক্রান্ত এক নোটিশে হাইকোর্টের রেজিস্ট্রার গোলাম রব্বানী এই তথ্য জানিয়েছেন। নোটিশের বিষয়টি সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডট কমকে নিশ্চিত করেছেন।
নোটিশে বলা হয়, ৫ এপ্রিল থেকে এফিডেভিটকৃত অতীব জরুরি বিষয়ে রীট, দেওয়ানী ও ফৌজদারি সংক্রান্তে একটি করে ডিভিশন বেঞ্চ এবং কোম্পানি ও অ্যাডমিরালিটি সংক্রান্তে একটি বেঞ্চ তথ্য- প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে শুনানি করবেন।
নোটিশে আরও বলা হয়, সংশ্লিষ্ট আদালত মামলার শুনানির তারিখ ও সময় নির্ধারণ করবেন।
এছাড়াও তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে মঙ্গলবার ও বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার আদালত অতি জরুরি বিষয় শুনানি করবেন।
প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সোমবার (৫ এপ্রিল) থেকে সারা দেশে দ্বিতীয় দফায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। রবিবার (৪ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ।