ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রাজধানীর শাহবাগ থানায় আজ রোববার রাতে এই মামলা হয়।
যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল ইসলাম বাদী হয়ে আজ রাত ৮ টার দিকে মামলাটি দায়ের করেন। আশরাফুল গণমাধ্যমকে মামলা করার বিষয়টি নিশ্চিত করেন। নুরুল হক নূরের ফেসবুকে দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে এই মামলা করা হয়।
মামলার এজাহারে আশরাফুল ওই বক্তব্যের উল্লেখযোগ্য অংশ তুলে ধরেন। তিনি বলেন, নূর আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘চিটার’, ‘বাটপার’, ‘চাঁদাবাজ’, ‘টেন্ডারবাজ’ বলে উল্লেখ করেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের পাঁচ ওয়াক্ত নামাজের খবর নেই, অথচ আলেম–ওলামাদের চরিত্র হরণ করে বলে উক্তি করেন নূর।
আশরাফুল এজাহারে লিখেছেন, নুরুল হক নূরের এই বক্তব্য আওয়ামী লীগের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত হানে।
মামলার এজাহারে আশরাফুল ভিডিও লিঙ্ক ও দুই পাতা স্ক্রিনশট যুক্ত করেছেন।