লকডাউন কার্যকরে এবং করোনার সংক্রমন নিয়ন্ত্রনে জরুরী ভিত্তিতে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন এবং করোনা আক্রান্ত রোগীদের পর্যাপ্ত চিকিৎসা সেবা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে প্রত্যেক জেলা, উপজেলা, মহানগরে (ফিল্ড হসপিটাল) স্থাপন করার প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল (আইনি) নোটিশ পাঠানো হয়েছে।
ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে ২৭ এপ্রিল (মঙ্গলবার) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বলে নিজেই নিশ্চিত করেছেন।
স্বাস্থ্যমন্ত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী বরাবর পাঠানো এই নোটিশে আরও বলা হয়, করোনা রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সব উপজেলায় একটি করে ফিল্ড হাসপাতাল নির্মাণ এখন সময়ের দাবি।
আইনজীবী জুলফিকার আলী জুনু বলেন, সারাদেশে নামেই লকডাউন চলছে। বিশেষ করে রাজধানীতে গণপরিবহন বন্ধ ছাড়া সবকিছু স্বাভাবিক। এ অবস্থায় সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করতে পারে যে কোনো সময়। স্বাস্থ্যবিধি পালনে মানুষকে বাধ্য করতে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেনা মোতায়েনের বিকল্প নেই।