চলমান ‘লকডাউন’ এর মধ্যে সারাদেশের অধস্তন আদালতে ১৮ মে (মঙ্গলবার) ভার্চ্যুয়ালি জামিন পেয়েছেন ৯৯৮ জন হাজতি।
এ নিয়ে ২৪ কার্যদিবসে মোট ৪১ হাজার ৮৪৯ জন হাজতি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।
১৯ মে (বুধবার) এ তথ্য ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।
এর মধ্যে ১৮ মে (মঙ্গলবার) ভার্চ্যুয়াল শুনানি নিয়ে সারাদেশে অধস্তন আদালতে ২১৮৫টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ৯৯৮ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।
এছাড়াও মোট ২৪ কার্যদিবসে ভার্চ্যুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৫৫৪ জন।