বিচারপ্রার্থী ও আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের জন্য করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল নিম্ন আদালত খুলে দিতে এবং সুপ্রিম কোর্টে বেঞ্চ সংখ্যা বৃদ্ধি করতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে একটি আবেদন জানানো হয়েছে।
২৬ মে (বুধবার) সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের আহবায়ক অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী আবেদনের তথ্য নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, দীর্ঘ এক বছর করোনার কারণে আইন পেশা গভীর খাদে পরে আছে। আইনজীবীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন না। বিগত ১৩ মার্চ পর্যন্তও হাইকোর্ট বিভাগে ৩৫ টি ভার্চুয়াল কোর্ট ও ১৮ টি রেগুলার (শারীরিক উপস্থিতিতে) কোর্ট চলমান ছিল এবং নিম্ন আদালতে নিয়মিত কোর্ট চালু ছিল। তাই আগামী ৩০ মে থেকে আগের মতো হাইকোর্ট বিভাগে ৩৫টি ভার্চুয়াল কোর্ট এবং ১৮টি রেগুলার কোর্ট এবং নিম্ন আদালতে পুরোপুরি নিয়মিত কোর্ট চালু করার জন্যে আবেদনে প্রধান বিচারপতির কাছে সবিনয় অনুরোধ জানানো হয়েছে।