আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) জন্য বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের প্রথম ধাপের মৌখিক পরীক্ষা আগামী ৩১ আগস্ট থেকে শুরু হবে।
বুধবার (২৫ আগস্ট) বাংলাদেশ বার কাউন্সিলের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম ও সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে প্রথম ধাপে তিন দিনব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ২৫ জুলাই থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১৫ জুলাই এক জরুরি বিজ্ঞপ্তি দিয়ে তা স্থগিত করা হয়।
মৌখিক পরীক্ষায় প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন।
প্রসঙ্গত, এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর ও চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।