আদালতের আদেশ অমান্য করায় ৭ ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন শরীয়তপুরের একটি দেওয়ানী আদালত। দেওয়ানী বিবিধ২৭/২০২০ নং মোকদ্দমায় ভেদরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরান মঙ্গলবার এই আদেশ দেন এবং সাজাপ্রাপ্তদের প্রতি গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু করেন।
ভেদরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদার মো. আব্দুল জলিল মৃধা জানান, ঐ আদালতমূল দেওয়ানী ২১৮/২০২০ নং মোকদ্দমায় গত ০৫/১০/২০২০ খ্রি. তারিখে উক্ত মামলার বিবাদীদের প্রতি অন্তর্র্বতীকালীন নিষেধাজ্ঞা প্রদান করেন। কিন্তু নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিবাদীগণ আদালতের আদেশ অমান্য করে নালিশী ভূমির গাছপালা কেটে নেন এবং ঘর উত্তোলন করেন। এই অভিযোগে বাদীপক্ষ বিবাদীদের বিরুদ্ধে বিবিধ ২৭/২০২০ নং মোকদ্দমা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের নিকট আদেশ অমান্যের ঘটনা সত্য প্রমাণিত হওয়ায় আদালত সখিপুর থানার চরভাগা পেদাকান্দি নিবাসী অভিযুক্ত মোঃ ওচমান গনি বেপারী, সিদ্দিক আলী বেপারী, কলমদ্দিন বেপারী, জহুরুল ইসলাম, নজু বেপারী, খোকন বেপারী ও মোঃ বাবুল বেপারী প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং উত্তোলনকৃত ঘর আগামী ২১ দিনের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দেন।