মায়ের দুধ পানে নিরাপদ পরিবেশ চেয়ে ৯ মাসের শিশুর রিট, যে রায় দিলেন হাইকোর্ট
হাইকোর্ট

নড়াইলের সাবেক এসপির বিরুদ্ধে সেই নারীর অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

এক নারীকে যৌন হয়রানি ও তার ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় নড়াইলের সাবেক পুলিশ সুপার (এসপি) জসিম উদ্দিনের সম্পৃক্তা আছে কি-না সে বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে অ্যাটর্নি জেনারেলকে পরামর্শ করে একটি তদন্ত কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ওই নারীর নিরাপত্তা নিশ্চিত করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার চিকিৎসার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৫ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন শরীফ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।