চট্টগ্রাম আদালত ভবনের পুলিশ চেকপোস্টের সামনে বোমা হামলা মামলার রায় ঘোষণা উপলক্ষে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনোরঞ্জন দাশ বলেন, মামলার দুই আসামির মধ্যে এক আসামি কারাগারে আটক রয়েছেন।
আরেক আসামিকে রোববার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল আদালতে নিয়ে আসা হয়েছে।
আদালতে হাজির হওয়া এই আসামি জাবেদ ইকবাল। এছাড়া মামলায় অভিযুক্ত আরও এক আসামি বোমা মিজান পলাতক রয়েছে।
গত ২১ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিমের আদালতে আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের শুনানি শেষে রোববার (৩ অক্টোবর) রায়ের দিন নির্ধারণ করেন। সকাল সোয়া ১১টার দিকে মামলার রায় হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৯ নভেম্বর সকালে চট্টগ্রাম আদালত ভবনের পুলিশ চেকপোস্টের সামনে বোমা হামলা চালায় জঙ্গিরা। ঘটনাস্থলে মারা যান পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও ফুটবলার শাহাবুদ্দীন। আহত হন পুলিশ কনস্টেবল আবু রায়হান, সামসুল কবির, রফিকুল ইসলাম, আবদুল মজিদসহ ১০ জন।