কুমিল্লা এবং এর পরবর্তী ঘটনাগুলো মূলত সরকারের ওপরই হামলা। এই হামলা হিন্দুদের ওপর নয়, এই হামলা বাংলাদেশের চেতনার ওপর – বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আপাতত দুষ্কৃতিকারীরা নিভৃতে আছে বলে মনে হলেও তারা যে কোনও সময় একই রকম হানা দিতে পারে। এজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
হাছান মাহমুদ বলেন, কুমিল্লা এবং এর পরবর্তী ঘটনাগুলো মূলত সরকারের ওপরই হামলা। এটা পার্শ্ববর্তী দেশ এবং হিন্দুদের সঙ্গে সরকারের সম্পর্ক নষ্ট করার জন্য করা হয়েছে।
মন্ত্রী বলেন, যে ঘটনাগুলো ঘটেছে সেটা অবশ্যই বিচ্ছিন্ন ঘটনা। এটা দুষ্কৃতিকারীরা করেছে। তবে এরা আরও এমন ঘটনা ঘটাতে পারে। তাদের এই ষড়যন্ত্র বন্ধ হয়ে গেছে বলে মনে করি না। এই হামলা হিন্দুদের ওপর নয়, এই হামলা বাংলাদেশের চেতনার ওপর এবং সরকারের ওপর বলে মন্তব্য করেন মন্ত্রী।