সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা সেবায় ছাড় (ডিসকাউন্ট) বিষয়ে দেশের ঐতিহ্যবাহী ল্যাব এইড হাসপাতালের সাথে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত ৩১ অক্টোবর রবিবার।
জানা গেছে, উক্ত সমঝোতার ভিত্তিতে সমিতির সদস্যরা ল্যাব এইড হাসপাতালে ২৫% পর্যন্ত ছাড় পাবেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষে সমিতির সম্পাদক ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস (কাজল) এবং ল্যাব এইড গ্রুপের পক্ষে পরিচালক (মেডিক্যাল এডমিনিশসট্রেশন) ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) প্রফেসর ডাঃ ইউনুসুর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিন-এর সভাপতিত্বে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মুহাম্মদ শফিক উল্যা, ট্রেজারার ড. মোঃ ইকবাল করিম, সিনিয়র সহ-সম্পাদক মাহমুদ হাসান, সহ-সম্পাদক ব্যারিস্টার সাফায়াত সুলতানা রুমি, সদস্য যথাক্রমে মাহফুজুর রহমান রোমান, এ.বি.এম. শিবলী সাদেকীন, ব্যারিস্টার এস.এম. ইফতেখার উদ্দিন মাহামুদ, মিস পারভিন কাউসার মুন্নি, মিন্টু কুমার মন্ডল, ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রানজীব, ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ।