জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-কর্ম ও আদর্শ প্রজন্মান্তরে পৌঁছে দেয়ার লক্ষ্যে ঢাকা আইনজীবী সমিতিতে গড়ে তোলা হয়েছে বঙ্গবন্ধু কর্নার। আইন অঙ্গনে প্রজন্মের পর প্রজন্মে জাতির জনকের জীবন ও ইতিহাস তুলে ধরার কাজ করবে এ কর্নার।
আজ সোমবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী নজীবুল্লাহ হিরু।
সমিতির কার্যনির্বাহী পরিষদ (২০২১-২০২২) -এর উদ্যোগে এটি বাস্তবায়ন করা হয়। বঙ্গবন্ধু কর্নার -এর সার্বিক তত্ত্বাবধায়নের দায়িত্বে রয়েছেন সমিতির লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট শারমিন সুলতানা হ্যাপি।
এর আগে, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গড়ে তোলা হয় ‘বঙ্গবন্ধু কর্নার’। সদ্য সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের পরিকল্পনায় এটি বাস্তবায়িত হয়। সুপ্রিম কোর্ট অঙ্গনে অবস্থিত জাদুঘরে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হয়।