সর্বোচ্চ আদালতের হাইকোর্ট বিভাগের ৫০টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে এবং প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের নিয়োগ প্রক্রিয়া শেষে এসব বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।
আজ সোমবার (১০ জানুয়ারি) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব বেঞ্চে হাইকোর্টের বিচর কাজ পরিচালিত হবে। পুনর্গঠিত বেঞ্চের তালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এর আগে, রোববার (৯ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এসব বেঞ্চ গঠনের আদেশ দেন। নবগঠিত ৫০ বেঞ্চের মধ্যে ২৪টি একক এবং ২৬টি দ্বৈত বেঞ্চ রয়েছে।
বিধি অনুসারে মামলা পরিচালনার এখতিয়ার পরিবর্তনের মাধ্যমে বিচারকদের বিচারিক ক্ষমতা প্রদান ও বেঞ্চ গঠন করা হয়। মামলার জট নিরসনসহ বিভিন্ন কারণে প্রধান বিচারপতি অন্য বিচারপতিদের মধ্যে এরূপ এখতিয়ার পরিবর্তন বা বেঞ্চ পুনর্গঠনের নির্দেশ দিয়ে থাকেন।