বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য সিনিয়র আইনজীবী প্রয়াত পরিমল চন্দ্র গুহ (পি সি গুহ) স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোর মঞ্চ আয়োজিত স্মরণ সভা রোববার ( ৯জানুয়ারি) রাজধানীর তোপখানা রোডস্থ মেহেরবা প্লাজায় অনুষ্ঠিত হয়। সভায় আলোর মঞ্চ -এর সভাপতি অ্যাডভোকেট আবদুন নুর দুলাল সভাপতিত্ব করেন।
স্মরণ সভায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রতন কুমার রায়, অ্যাডভোকেট বিভাস চন্দ্র দাস, অ্যাডভোকেট প্রবীর চন্দ্র হালদার, অর্থনীতিবিদ রাজ্জাকুল হায়দার, অধ্যাপক ফসিউল আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য, অ্যাডভোকেট মিন্টু কুমার মন্ডল, ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ডু এবং প্রয়াত পি সি গুহের সন্তান নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত গুহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকলে প্রয়াত পি সি গুহের কর্মময় জীবন ও তাঁর বিভিন্ন মানবিক দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন।
উল্লেখ্য, পটুয়াখালীতে ১৯৪৬ সালের ৩১ ডিসেম্বর জন্ম নেওয়া এই আইনজীবী ১৯৭১ সালের ২৫ মার্চ হানাদার বাহিনী জগন্নাথ হলে গণহত্যা চালানোর সময় ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। ওই দিন তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন।
পি সি গুহ ১৯৭৮ সালের ২৮ জানুয়ারি বাংলাদেশ বার কাউন্সিলের সনদ নিয়ে ঢাকা জজকোর্টে আইনপেশা শুরু করেন। এরপর ১৯৮০ সালের ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি এবং বার কাউন্সিলের নির্বাচিত সদস্য ছিলেন।
বাংলাদেশের ৫০তম বিজয় দিবসে (১৬ ডিসেম্বর, ২০২১) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র গুহ।