ভুয়া দলিল দিয়ে জমি রেজিস্ট্রি করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) এক অধ্যাপককে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকার বনানী এলাকা থেকে সোমবার (১০ জানুয়ারি) বিকেলে অধ্যাপক আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
অধ্যাপক ইউসুফ একইসঙ্গে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ড এবং প্রাসাদ নির্মাণ লিমিটেডের চেয়ারম্যান।
পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া উইং) আবু ইউসুফ গণমাধ্যমকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রিয়েল এস্টেট ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম ভূঁইয়া সোমবার রাজধানীর খিলক্ষেত থানায় অধ্যাপক আবু ইউসুফ এবং আরও ২ জনের নামে ও অজ্ঞাতনামা ৬-৭ জনকে আসামি করে একটি মামলা করেন।
মামলার পর আবু ইউসুফকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালে আসামিদের সঙ্গে ৫ বিঘা জমি ৫০ কোটি টাকায় বিক্রির চুক্তি করেন বাদী। আসামিরা বাদীকে তখন ৩০ কোটি টাকা দেন এবং বাকি টাকা পরে দেবেন বলে জানান।
২০১৯ সালে বাদী আসামিদের কাছে বাকি টাকা চাইলে তারা জানায় যে বাদীর বড় ভাইকে ২০ কোটি টাকা দেওয়া হয়েছে।
পরে বাদী জানতে পারেন, আসামিরা জাল সই ও জাল দলিল দেখিয়ে অবৈধভাবে জমির রেজিস্ট্রি করে ফেলেছেন।
অধ্যাপক আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহকে গ্রেপ্তারের বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঢাবি শিক্ষককে আটকের বিষয়ে আমি এখনো কোনো তথ্য জানি না, জানার চেষ্টা করছি।’