সংসদ নির্বাচনে মাঠে থাকবে ৮৩৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট
ভ্রাম্যমাণ আদালত

মাদক সেবন করে মাকে মারধর, ভ্রাম্যমাণ আদালতে ছেলের কারাদণ্ড

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক সেবন করে গর্ভধারিণী মাকে মারধর করার অভিযোগে এক ব্যক্তিকে পাঁচ মাসের দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোমবার (১০ জানুয়ারি) বিকেলে ওই মাদকসেবীকে এ কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডিত ব্যক্তির নাম মো. আব্দুল আজিজ সর্দার ওরফে আরিফ। তিনি উপজেলার হাজিরপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আরিফ মাদক সেবন করে তার মাকে প্রায়ই মারধর করতেন। বিষয়টি পুলিশকে জানালে সোমবার দুপুরে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।