আবদুল হামিদ: দেওয়ানী কার্যবিধির ৪৭ নং আদেশের ১ নং নিয়মে পুনর্বিবেচনা সম্পর্কে বলা হইয়াছে যে, কোনো ব্যক্তি নিম্নলিখিত কোনো কারণে অসন্তোষ বোধ করিলে:
(ক) কোনো ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপীল করা চলে কিন্তু আপীল দায়ের করা হয় নাই, এইরূপ কোনো ডিক্রি বা আদেশ দ্বারা
(খ) যেই ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপীল চলে না, এইরূপ কোনো ডিক্রি বা আদেশ দ্বারা;
(গ) স্বল্প এখতিয়ার আদালতের রেফারেন্স সম্পর্কে প্রদত্ত সিদ্ধান্ত দ্বারা;
সেই ব্যক্তি যদি এমন গুরুত্বপূর্ণ বিষয় বা প্রমাণের সন্ধান লাভ করে যাহা মামলার ডিক্রি হওয়ার পূর্বে সর্বপ্রকার চেষ্টা সত্ত্বেও তাহার জ্ঞাতসারে আসে নাই অথবা তাহা আদালতে উপস্থাপন করিতে পারে নাই সেই কারণে অথবা নথিপত্রে কোনোরূপ ভুলভ্রান্তি থাকার দরুন অথবা অন্য কোনো সঙ্গত কারণে যদি উক্ত ব্যক্তি তাহার বিরুদ্ধে প্রদত্ত ডিক্রি রিভিউ করিতে ইচ্ছুক হয় তবে উক্ত ব্যক্তি তাহার বিরুদ্ধে প্রদত্ত ডিক্রি বা আদেশ রিভিউ করার জন্য যে আদালত কর্তৃক উক্ত ডিক্রি বা আদেশ প্রদত্ত হইয়াছে সেই আদালতে রিভিউ করিতে পারে।
লেখক: জেলা ও দায়রা জজ।
(বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত লেখকের আইনকোষ গ্রন্থ অবলম্বনে)