আইন কোষ
আইন কোষ (প্রতীকী ছবি)

Return of Plaint: এর অর্থ আরজি ফেরত দেওয়া।

আবদুল হামিদ: দেওয়ানী কার্যবিধির ৭ নং আদেশের ১০ নং নিয়মে আরজি ফেরত দেওয়া সম্পর্কে বলা হইয়াছে যে;

১. মামলার যে কোনো পর্যায়ে প্রকৃতপক্ষে যে আদালতে আমলা দায়ের করা উচিত সেই আদালতে আরজি দাখিল করার জন্য উহা ফেরত দেওয়া যাইবে।

২. আরজি ফেরত দেওয়ার সময় বিচারক উহার উপর আরজি দাখিল ও ফেরত দেওয়ার তারিখ, দখিলকারক পক্ষের নাম এবং উহা ফেরত দেওয়ার কারন সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবৃতি লিপিবদ্ধ করিবেন।

লেখক: জেলা ও দায়রা জজ।

(বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত লেখকের আইনকোষ গ্রন্থ অবলম্বনে)