ঢাকা আইনজীবী সমিতি ভবন থেকে পুরাতন জেলা ও দায়রা জজ আদালত ভবন পর্যন্ত ফুটওভার ব্রিজ তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আইনজীবীরা।
সমিতির সদস্যদের পক্ষে ঢাকা বারের সাধারণ সম্পাদক খন্দকার মো. হজরত আলী গত বুধবার (১৯ জানুয়ারি) জেলা ও দায়রা জজ বরাবর এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম আইনজীবী সমিতি ঐতিহ্যবাহী ঢাকা বার অ্যাসোসিয়েশন। বর্তমানে ২৭ হাজার ৬৮৪ জন আইনজীবী এ সমিতির সদস্য হিসেবে আইন পেশায় নিয়োজিত আছেন। বিচারকাজ পরিচালনায় বিচারক, আইনজীবী, আসামি, ফরিয়াদি ও সাক্ষীসহ প্রতিদিন ঢাকা আইনজীবী সমিতি সহ আদালত অঙ্গনে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়। বিচারকার্যে সংশ্লিষ্ট আইনজীবী, সাক্ষী ও বিচারপ্রার্থী জনগণের এক আদালত থেকে অন্য আদালতে যাতায়াতের জন্য নীচ দিয়ে ঘুরে যাওয়া ছাড়া কোনো সহজ পথ না থাকায় আইনজীবী সমিতি ভবন থেকে জেলা ও দায়রা জজ আদালতে যেতে সময় ক্ষেপণ ও কষ্টসাধ্য হওয়ায় বিচারকাজের ওপর প্রভাব পড়ে। এ সমস্যা সমাধানে উক্ত ফুটওভার ব্রিজ স্থাপন একান্ত প্রয়োজন।
এমতাবস্থায় বিচারকাজে সংশ্লিষ্ট আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের স্বার্থে বিষয়টি গুরুত্ব দিয়ে বিশেষভাবে বিবেচনা করে আইনজীবী সমিতি ভবনের ৩য় ও ৬ষ্ঠ তলা হতে জেলা ও দায়রা জজ আদালতের ৩য় ও ৬ষ্ঠ তলা পর্যন্ত ফুটওভার ব্রিজ স্থাপন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয় আবেদনে।