চট্টগ্রামে মোহাম্মদ সাইফুদ্দিন নামে এক আইনজীবীর বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে ২০-২৫ জন দুর্বৃত্ত এ হামলা চালায়। জেলার রাউজান উপজেলার মোহাম্মদপুর গ্রামে গতকাল শুক্রবার (২১ জনুয়ারি) এ ঘটনা ঘটে।
জানা গেছে, হামলাকারীরা এ সময় বাড়ির আঙ্গিনায় থাকা দুটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার ও বাড়ির দরজা-জানালা ভাঙচুর করে। তবে হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিবাদ
এদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সাইফুদ্দীনের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন।
আজ শনিবার (২২ জানুয়ারি) সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সুপ্রিম কোর্টের আইনজীবীর ওপর কাপুরুষোচিত হামলা অত্যন্ত ন্যক্কারজনক এবং গুরুতর ফৌজদারি অপরাধ। অবিলম্বে এ ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানানো হয়।