হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১০ বিচারকের করোনা শনাক্ত হয়েছে। জেলার বিচার বিভাগে কর্মরত ২৮ বিচারকের মধ্যে ১০ জনই করোনা আক্রান্ত হওয়ায় বিচারকাজে অনেকটা স্থবিরতা দেখা দিয়েছে।
আজ সোমবার (২৪ জানুয়ারি) আদালতের নাজির মো. শাকিল মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে রয়েছেন- ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক সিরাজাম মুনীরা, জ্যেষ্ঠ সহকারী জজ তানিয়া ইসলাম, সহকারী জজ অভিজিৎ চৌধুরী, সাজিদ-উল-হাসান চৌধুরী ও মো. আবদুল হামিদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান ও মো. জাকির হোসাইন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম, রাহেলা পারভীন ও তাহমিনা হক।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় বিচারকরা এজলাসে আসেননি। আক্রান্ত বিচারকদের অনেকগুলো মামলার কাজ চালিয়েছেন অন্যান্য বিচারকরা। এতে এজলাসের সামনে ঝুঁকিপূর্ণ ভিড় সৃষ্টি হচ্ছে।