গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ১৭ পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন। এ ছাড়া সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা।
ভোট গণনা শেষে শুক্রবার (৪ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ কফিল উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন। এর আগে গত বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দিনব্যাপী এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে শীর্ষ দুই পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী সুদীপ কুমার চক্রবর্তী সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মনজুর মুরশেদ।
নির্বাচনে আইনজীবী সমন্বয় পরিষদের অন্যান্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন- সহসভাপতি মো. কাসেদ আলী, সহসাধারণ সম্পাদক বারীউল ছিদ্দিক, কোষাধ্যক্ষ মীর মো. শাহানুর কবির, লাইব্রেরি সম্পাদক গোলাম রাব্বি, নিরীক্ষক আর এ রোমান মণ্ডল, সাংস্কৃতিক সম্পাদক মাহামুদুর রহমান খান, ক্রীড়া সম্পাদক রাজীব আহাম্মদ, মহিলা সম্পাদিকা কাকলী সুলতানা, সদস্য হাবিবুর রহমান, নাজমুল হোসেন, আহসান হাবিব, মো. নাসির উদ্দিন, সানিয়া শারমিন, মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন ও শহিদুল ইসলাম।
এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সহসভাপতি কে এম হাফিজুর রহমান, সদস্য পদে মোহাম্মদ সজীব মোল্লা, মো. শাহা আলম ও আফরোজা আক্তার জয়ী হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার কফিল উদ্দিন বলেন, এবারের নির্বাচনে ১ হাজার ৯৭১ ভোটারের মধ্যে ১ হাজার ৮০৮ জন ভোট দিয়েছেন। ভোট গণনা শেষে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।