এশিয়া মহাদেশের সর্ব-বৃহৎ আইনজীবী সমিতি খ্যাত ঐতিহ্যবাহী ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের বসার স্থান (কিউবিকল) সংকট নিরসনে ‘বঙ্গবন্ধু ভবন’ নামের একটি বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
ঢাকা বারের বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে আজ রোববার (৬ মার্চ) বিকেলে উৎসবমুখর পরিবেশে ‘বঙ্গবন্ধু ভবন’ -এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সদ্য বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি আবদুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় আইনজীবী নেতা বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী মো. নজিবউল্লাহ হিরু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক খন্দকার মো. হজরত আলী।
প্রসঙ্গত, ঢাকা আইনজীবী সমিতির বর্তমান সদস্য প্রায় ২৮ হাজার। এর মধ্যে প্রায় ২০ হাজার আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করেন। দেশের সর্ববৃহৎ আইনজীবী সংগঠনটির সদস্যদের বসার স্থান নিয়ে অবকাঠামোগত সমস্যা দীর্ঘ দিনের।
আসন সংকটের কারণে সীমাহীন দুর্ভোগ পোহানো ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের প্রাণের দাবি ছিল একটি ২০ তলা ভবন। এপ্রেক্ষিতে বঙ্গবন্ধু ভবন নির্মাণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আইনজীবীরা। সংশ্লিষ্টরা জানান, দ্রুত এই ভবনের নির্মাণ কাজ সমাপ্ত করতে পারলে বিপুল সংখ্যক আইনজীবীর কিউবিকলস সমস্যার সমাধান হবে।