ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জেলা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি, সহ-সাধারণ সম্পাদকসহ ৭টি পদে জয়লাভ করেছে। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে দুইজন সহ-সভাপতিসহ ৭টি পদে জয়লাভ করেছে। আর ১৫টি পদের মধ্যে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী।
জেলা আইনজীবী সমিতির ভবনে সোমবার (১৪ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ৩১৩ ভোটারের মধ্যে ৩০৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাতেই প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দীনেশ চন্দ্র দাস ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ীরা হলেন- সভাপতি আব্দুল কাদের মিয়া (আওয়ামী লীগ), সহ-সভাপতি মো. আব্দুস সাত্তার (বিএনপি) ও শামসুন নাহার (বিএনপি)। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মানিক মজুমদার (স্বতন্ত্র), সহ-সাধারণ সম্পাদক মো. শাহজাহান মোল্লা (আওয়ামী লীগ), অর্থ সম্পাদক এয়ার আলী (বিএনপি), সম্পাদক অডিট মো. রেজাউল হোসাইন (বিএনপি), তথ্যপ্রযুক্তি রক্ষণাবেক্ষণ সম্পাদক মুহাম্মদ ইনজামামুল হক মিঠু (আওয়ামী লীগ), প্রচার প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান (আওয়ামী লীগ), ক্রীড়া সাংস্কৃতিক আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ আলী জোহান (আওয়ামী লীগ)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে সিরাজুল ইসলাম (বিএনপি), আনোয়ার হোসেন (আওয়ামী লীগ), মো. মোস্তফা জামান উজ্জ্বল (আওয়ামী লীগ), এএইচএম ইসহাক (বিএনপি) এবং আজিজুল রহমান (বিএনপি) বিজয়ী হয়েছেন।