নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এমভি রূপসী-৯ কার্গো জাহাজের মাস্টারসহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ মঙ্গলবার (২২ মার্চ) নৌ-আদালতের বিচারক স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম এ পরোয়ানা জারি করেন।
পরোয়ানাভুক্ত অপর আসামিরা হলেন- কার্গো জাহাজের ইনচার্জ মাস্টার রমজান আলী শেখ, মাস্টার মো. নুরুল আলম, ইনচার্জ ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. নাদিম হোসেন, লস্কর মো. সুমন হোসেন, মো. ইয়াসিন, সুকানী মো. জাহিদুল ইসলাম ও গ্রীজার মো. রিয়াদ হোসেন।
এর আগে সোমবার (২১ মার্চ) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) বাবু লাল বৈদ্য বাদী হয়ে নৌ আদালতে এ মামলা দায়ের করেন।
নৌ-আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুঁলি বেল্লাল হোসাইন ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
প্রসঙ্গত, গত রোববার (২০ মার্চ) শীতলক্ষ্যা নদীর বন্দর থানার মাহমুদনগর অংশে লঞ্চডুবির ঘটনা ঘটে। রোববার দুপুর ২টা ১০ মিনিটে দ্রুতগামী পণ্যবাহী কার্গো জাহাজ এম ভি রূপসী-৯ পেছন থেকে ধাক্কা দিয়ে এবং ঠেলে লঞ্চটিকে ডুবিয়ে দেয়।