ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী পরিষদ। নির্বাচনে ১২ পদের মধ্যে ১১টিতেই জয় পেয়েছে সরকার সমর্থিত আইনজীবী সংগঠনটি।
জেলা আইনজীবী সমিতি নির্বাচনে রোববার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১২টায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজিজুর রহমান।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সম্মিলিত আইনজীবী পরিষদ থেকে অ্যাডভোকেট তোজাম্মেল হক মঞ্জু ১৪১ ভোট পেয়ে সভাপতি হয়েছেন। সভাপতির নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের অ্যাডভোকেট সৈয়দ আলম পেয়েছেন ৬২ ভোট।
অন্যদিকে ১৪১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী। সাধারণ সম্পাদক পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট এনতাজুল হক ৬২ ভোট পেয়েছেন।
এছাড়া সহ সভাপতি পদে মো. ফজলুল হক এবং মো. আবু মনসুর বাবুল দুজনেই ১১৬টি করে ভোট পেয়ে বিজয়ী হয়েছে। সহ সাধারণ সম্পাদক পদে ১১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন আবু আলা মো. হালিমুজ্জামান হেলালি। পাঠাগার সম্পাদক পদে ১২৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন মো. শাহজাহান কবির। কমন রুম ও কালচারাল সেক্রেটারি পদে ১১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. আতিকুর রহমান সোহাগ। শুধুমাত্র ট্রেজারি সেক্রেটারি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী পরিষদের নুরুল ইসলাম বিজয়ী হয়েছেন।
সদস্য পদে বিজয়ীরা হলেন- আডভোকেট মো. ইদ্রিস (১১৬ ভোট), আডভোকেট মো. আসাদুজ্জামান (১২২ ভোট), আডভোকেট মো. আবুল কালাম আজাদ (১২৬ ভোট) ও আডভোকেট জয়ন্ত রায় (১১২ ভোট)।
জানা গেছে, এবার ২২০ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২০৮ জন। ১২টি পদের জন্য দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট মকসেদুল আলম দুলাল ও রেজাউল করিম।