ফেনী জেলা ও দায়রা জজ আদালত ঘোষিত তালিকাভুক্ত এক টাউটকে আটক করা হয়েছে। আটক টাউটের নাম আবুল কালাম। তিনি ফেনী শহরতলীর বারাহিপুর এলাকার বাসিন্দা।
আজ সোমবার (১১ এপ্রিল) ফেনী জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও সমিতির টাউট উচ্ছেদ উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মইনুল হোসেন মজনুর নেতৃত্বে তাকে আটক করা হয়।
জেলা আইনজীবী সমিতির অডিটর সম্পাদক আলা উদ্দিন ভূঁঞা ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতে আসা বিচারপার্থীদের আইনজীবী সহকারী, ভেন্ডর ও আইনজীবী পরিচয় দিয়ে প্রতারণা করছিল। সমিতির টাউট উচ্ছেদ উপ-কমিটির অভিযানে আদালত প্রাঙ্গণ থেকে তাকে আটক করে নিয়ে আসা হয়।
অ্যাডভোকেট আলা উদ্দিন বলেন, পরবর্তীতে আর কখনো কোনো ধরণের প্রতারণায় লিপ্ত হবেন না মর্মে মুচলেকা গ্রহণ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ওই প্রতারককে আদালত প্রাঙ্গণে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে তার বিরুদ্ধে এ ধরণের কোন অভিযোগ পাওয়া গেলে প্রচলিত আইনে সমিতির পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।