চতুর্দশ সহকারী জজ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। প্রিলিমনারি, লিখিত ও মৌখিক এই তিন ধাপের পরীক্ষায় ১০২ জন উত্তীর্ণ হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক জেলা ও দায়রা জজ শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদে (সহকারী জজ) নিয়োগের উদ্দেশ্যে গৃহীত ১৪শ বিজেএস পরীক্ষা, ২০২১ এ সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ ও মনোনীত হয়েছেন ১০২ জন।
মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণদের তালিকা দেখতে বিজ্ঞপ্তি ক্লিক করুন।
উল্লেখ্য, মেধাক্রমে ৯৮, ৯৯, ১০০, ১০১ ও ১০২ তম প্রার্থীর প্রাপ্ত নম্বর একই হওয়ায় নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখিত ১০০ জন প্রার্থীর সাথে অতিরিক্ত ২ জন প্রার্থীসহ মোট ১০২ জনকে মনোনীত করা হয়েছে।