এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি বোরহানউদ্দিন
বিচারপতি বোরহান উদ্দিন

অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি বোরহান উদ্দিন

সাপ্তাহিক ছুটি ও সরকার ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশকালে আপীল বিভাগের মামলা সংক্রান্ত জরুরী বিষয়াদি নিষ্পত্তির জন্য ভ্যাকেশন জজ হিসেবে বিচারপতি বোরহান উদ্দিনকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা আপীল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বিচারপতি বোরহান উদ্দিন আগামী ৯ এবং ১১ মে সকাল এগারোটা থেকে শারীরিক উপস্থিতিতে আপীল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

আরও পড়ুন: ঈদের ছুটিতে বিচারকাজ পরিচালনায় হাইকোর্টের ৬ বেঞ্চ

উল্লেখ্য, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটিসহ কোর্টের অবকাশে আগামী ২৯ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (হাইকোর্ট ও আপীল বিভাগ) নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।