উচ্চ আদালতে বিচারক নিয়োগে সুপ্রিম কোর্টের ৫ দফা অভিমত
বিচারপতি (প্রতীকী ছবি)

আপিল বিভাগে নিয়োগ পাচ্ছেন ৩ বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ পাচ্ছেন। এর মধ্যে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

আজই (বুধবার) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

আরও পড়ুনভার্চুয়াল কোর্ট চালু করতে প্রধান বিচারপতির কাছে আবেদন

সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয় ও সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন আপিল বিভাগে নিয়োগ পেতে যাচ্ছেন।

প্রজ্ঞাপন জারির পরে তাদের শপথ গ্রহণের তারিখ জানা যাবে।

আরও পড়ুনবার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি আশফাকুল

বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে পাঁচজন বিচারপতি রয়েছেন। তিনজনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়াবে আটজনে।